রামশহরে পিএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের রামশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসি পরিক্ষার্থীদের উদ্দের্শ্যে পরামার্শমুলক বক্তব্য রাখেন বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাজমা আক্তার, গোকুল সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবিএম মিলন, ইউপি সদস্য ফারাইজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্নুজা আক্তার বানু, সহকারী শিক্ষক নাহিদুল ইসলাম, মাহফুজা পারভীন, ইয়াছমিন হাছান, লায়লা আনজুমান আরা, সাদিয়া আফরিন জাহান প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।