বগুড়ার পীরগাছায় দোকান চুরির অভিযোগে যুবক আটক
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের পীরগাছা বন্দরে ৪টি দোকান চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অজয় (১৭) নামের এক যুবক আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে পীরগাছা বন্দর বনিক সমিতির নেতৃবৃন্দ । জানাগেছে কিছুদিন পূর্বে বন্দরে ফারুকের মোবাইলের দোকান,হিরুর মোবাইলের দোকান,সুমন সরকারের কিটনাশকের দোকান ও খোকনের ভ্যারাইটিস ষ্টোর দোকান চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার বিকেলে বথুয়াবাড়ী গ্রামের অমল চন্দ্রের পুত্র অজয়কে আটক করে বনিক সমিতির নেতৃবৃন্দ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে আরও বেশ ক’জনে নাম বলে দেয় এবং দোকান চুরির কথা স্বীকার করে। বনিক সমিতির নেতৃবৃন্দ থানা পুলিশে খবর দিলে,বগুড়া সদর থানার এ এস আই সারোয়ার হোসেন ও ফুলবাড়ী পুলিশ ফাড়ির এ এস আই আব্দুর রহমান অজয়কে আটক করে থানায় নিয়ে যায়।