চিরিরবন্দরে আগুনে পুড়ে ভম্মিভূত ৯ দোকান, ক্ষতি ১২ লক্ষাধিক টাকা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:37 PM, 21 March 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুতের শট সার্কিটের আগুনে ৯ টি দোকান পুড়ে ছাই আনুমানিক ১২লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

এঘটনাটি ২০ মার্চ সোমবার দিবাগত রাত দু’টা ৩০মিনিটে উপজেলার বেলতলী বাজারে ঘটেছে। প্রত্যক্ষদর্শী নাইটগার্ড মো. সিরাজুল ইসলাম ও দোকান মালিক আইনুদ্দিন জানান, বাচ্চু নামে হোটেল মালিকের হোটেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে ঘরে রক্ষিত কাপড়ে ছড়িয়ে পড়ে যায়। মুহুর্তের মধ্যেই আশেপাশের ৯ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে ছাই। স্থানীয় লোকজন পার্বতীপুর দমকল বাহিনীকে সংবাদ দিলে তারা এসে আরও ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। দমকল বাহিনীর ইনচার্জ অমল চন্দ্র জানান, বাচ্চুর হোটেলের আনুমানিক ১লক্ষ টাকা, আলম দর্জির ১লক্ষ টাকা, মোস্তফার মুদি দোকানের ৫লক্ষ টাকা, সাগরের মুদি দোকানের দু’ লক্ষ ৫০হাজার টাকা, আমিন উদ্দিনের বেকারী দোকানের ১ লক্ষ ৫০হাজার টাকা, মো¯তাকিমের পান স্টোর দোকানের ২৫হাজার টাকা, আইনুদ্দিন বাবুর কাঁচামালের দোকান ৭০ হাজার, নাজমুল মেকারের দোকান ৩০হাজার টাকা ও আতাউর বাটালের শাকের বীজের দোকানের ২০হাজার টাকার মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, থানার অফিসার ইনচাজ মো. হারেসুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দিয়ে সরকারী অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন। অপরদিকে একইদিন সন্ধ্যায় হঠাৎ প্রবল ঝড়ে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিনশেডের দু’টি কক্ষ ও হাজির মোড়, বিন্যাকুড়ি বাজারে ,কারেন্টহাট বাজারের বেশকিছু দোকানঘর ভেঙ্গে যায় এবং দিনাজপুর –পার্বতীপুর সড়কে বেকিপুল নামক স্থানে রাস্তার উপর কাঠাল গাছ ভেঙ্গে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায় ৪ঘন্টা পরে যানবাহন চলাচল শুরু হয়।

আপনার মতামত লিখুন :