সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহব্বতেরপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মহব্বতেরপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম কান্টুর ছেলে সাবু (২০) ও কাইয়ুমের স্ত্রী বিউটি বেগম (৩৫)।
সরজমিন গিয়ে জানা যায়, আব্দুল কাইয়ুম কান্টু বরাবরের ন্যায় তার নিজস্ব শ্যালো মেশিন দিয়ে এবছরও সেচের স্কিম চালিয়ে আসছিল। গত মঙ্গলবার দুপুরে তার মেশিনের পানি যাওয়ার ড্রেনের ওপর দিয়ে পার্শ্ববর্তী জমিতে হাল চাষ করার জন্য কুন্দপাড়া গ্রামের তারাজুল ও তার ভাই তারেক পাওয়ার টিলার নিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে কান্টু তাদেরকে নিষেধ করে। এ ঘটনায় তারাজুল ও তার ভাই তারেক এর সঙ্গে কান্টুর তর্কবিতর্ক হয়। বুধবার সকালে কান্টু তার মেশিন দিয়ে জমিতে সেচ দেয়ার সময় প্রতিপক্ষের লোকজন মেশিন ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে তারা বেদম মারপিটের শিকার হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।