চিরিরবন্দরে দুর্ধর্ষ ডাকাতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:32 PM, 25 January 2017

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল­ীতে সবাইকে এক ঘরের মধ্যে বেঁধে রেখে ১টি ডিসকভার মোটরসাইকেল, নগদ ৮-১০ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। এ ডাকাতির ঘটনাটি গত ২৪ জানুয়ারি রাত আনুমানিক দেড়টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরল ইসলামের বাড়িতে সংঘটিত হয়েছে। এসময় ১০/১২ জনের একটি ডাকাতদল নুরল ইসলামের বাড়ির দরজায় নক করতে থাকে। গৃহকত্রী বাড়ির দরজা খুলে দিলে ওই ডাকাতদল বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তাদের পুলিশের পরিচয় দিয়ে বাড়ির সবাইকে এক ঘরে নিয়ে গিয়ে বেঁধে রেখে ৫ লাখ টাকা দাবি করে।

এসময় ডাকাতদল বাড়ির প্রতিটি ঘরের আসবাবপত্র তছনছ করে। ডাকাতরা ১টি ডিসকভার মোটরসাইকেল, নগদ ৮/১০ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। ইউপি চেয়ারম্যান সুনিল কুমার সাহা ঘটনার সত্যতা শিকার করে বলেন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ চুরির ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :