গোকুলে পিএসসি পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:58 PM, 14 November 2015

 

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার দুপুরে বগুড়া সদরের গোকুল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরিক্ষার্থীদের বিদায় উলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসি পরিক্ষার্থীদের পরামার্শমুলক বক্তব্য রাখেন গোকুল তছলিম উদ্দিন বালক উর্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন, বাঘোপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নাজমা আক্তার, সদস্য নুরুল ইসলাম নুর, শফিকুল ইসলাম, রেখা বেগম, খলিলুর রহমান, শিক্ষক আতিকুর রহমান মিলন, শেলি বেগম, সাবিহা সুলতানা, নুসরাত জাহান, হিরা, রুবেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন গোকুল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ বেলাল হোসেন।

আপনার মতামত লিখুন :