বগুড়ায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু সাঈদ, (বগুড়া ) প্রতিনিধিঃ বগুড়ায় ২১ (এিকুশ) পিচ অ্যামফেটামিন ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা বেগম (৪০) গ্রেফতার। ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত্রি ০৮.৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটি অভিযান কালে রাশেদা বেগমকে নিজ বাড়ি বগুড়া পৌরসভাধীন ফুলবাড়ি দক্ষিন পাড়া সাকিনস্থ’ (জনৈক বাদশা মিয়ার বাড়ির পিছনে) পৃর্ব দুয়ারী ছাপড়া টিনের ঘরের মধ্যে মাদক বিক্রয়রত অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশেদা বেগম বগুড়া জেলা সদর থানার ফুলবাড়ি দক্ষিন পাড়া গ্রামের মোঃ সোহেল শেখের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাতক দ্রব্য নিয়ন্ত্রন মামলা দায় কওে থানা হাজতে প্রেরন করা হয়।