চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:03 AM, 10 October 2016

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী সগকের আমতলী নাড়িয়াবাজার নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মো. ফাহিম হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত ও তার পিতা-মাতা গুরুতর আহত।

এ মর্মান্তিক সগক দূর্ঘটনাটি উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী নাড়িয়াবাজার নামক স্থানে গত ৯ অক্টোবর ভোর ৫টায় ঘটেছে। এ সময় বিরল উপজেলার জগতপুর গ্রামের নুন্নবী, তার স্ত্রী খাদিজা বেগম ও ছেলে ফাহিম হোসেন ব্যাটারী চালিত রিকশা ভ্যান যোগে ফুলবাড়িতে আতœীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে ওইস্ঞানে পৌঁছলে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন নামে একটি কোচ তাদের রিকশা ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঞটনাস্থলেই জগতপুর মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র ফাহিম হোসেন (১০) নিহত হন এবং তার পিতা নুরন্নবী(৩৮) ও মাতা খাদিজা বেগম (৩২) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। চিরিরবন্দর থানার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান আনিচ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। নিহত ফাহিমের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন :