এলাকার উন্নয়নে স্বচ্ছ ও জবাব দিহিতার ভিত্তিতে কাজ করতে চাই … চেয়ারম্যান সবুজ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:29 PM, 28 September 2016

আব্দুল বারী মহাস্থান(বগুড়া)প্রতিনিধি: গতকাল সন্ধায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উন্নয়ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহন উপলক্ষে গোকুল বালিকা উচ্চ বিঃ হল রুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোকুল ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সাজেদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ সরকার।তিনি বলেন এলাকার উন্নয়নে স্বচ্ছ ও জবাব দিহিতার ভিত্তিতে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আমি বাল্য বিবাহ,মাদকমুক্ত,ইউনিয়ন গড়ে তুলার জন্য দলমতনির্বিশেষে সকলকে কাজ করতে হবে, যা আমার একার পক্ষে সম্ভব নয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য হাজেরা বেগম,সোহেল, মিলন,ইসলাম, আবু জোবায়েরমআজিজার রহমান,ডাঃ সামাদ,ছামছ’ল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

আপনার মতামত লিখুন :