জমিজমা সংক্রান্তের জেরে বগুড়ার পীরগাছায় বসতবাড়ী ভাংচুর ঃ থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ পূর্বশত্র“তা জমিজমা সংক্রান্তে জেরধরে বগুড়ার পীরগাছা বথুয়াবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ীর সীমানা প্রাচীর ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানাগেছে গতশুক্রবার দুপুরে মৃতঃ চানমিয়ার স্ত্রী রোকেয়া বেওয়া বাড়ী না থাকাকালীন প্রতিপক্ষ শহিদুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ইটের সীমানা প্রাচীর, টিনের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও ২টি ফলজ গাছ কেটে ফেলেছে। এতে রোকেয়া বেওয়ার প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উলেখ করা হয়। এঘটনায় রোকেয়া বেওয়া বাদী হয়ে শহিদুলকে প্রধান করে ৩জনের নাম উলেখ ৪/৫জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।