বগুড়ায় ৪৫তম গ্রীষ্মকালীন খেলাধুলা ,মাল্টিমিডিয়া কাস রুম , সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধুলা, মাল্টিমিডিয়া কাস রুম ও শিক্ষার মান উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করনীয় বিষয়ক আলোচনা সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান , শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, মাইদুল হোসেন ,নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। অনুষ্ঠানে সদরের ৯৬ টি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।