বগুড়ায় ১৪ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক ১৪ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। ফাঁড়ি সুত্রে জানা যায়, নবাগত এসআই রবিউল ইসলাম সঙ্গীয় এটিএসআই বদিউজ্জামান ফোর্সসহ সন্ধ্যা ০৬.৩০ মিনিটে বগুড়া পৌরসভাধীন ফুলবাড়ি কারিগর পাড়া গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত হেরোইন ব্যবসায়ী আইনুল শেখ (৬০) এর শরীর তল্লাশী করে তার গায়ে পরিহিত ফতুয়ার বাম পকেট হতে ১৪ পুরিয়া হেরোইন অনুমান ০৫ গ্রাম সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইনুল শেখ সদর থানার ফুলবাড়ি কারিগর পাড়ার মৃত তফিজ শেখের ছেলে। অপর দিকে ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের মোছাঃ আকতার (৪৫) নামে আর এক মাদক হেরোইন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালালে সে কৌশলে পালিয়ে যায়। ফাঁড়ির ইনচার্জ আরও জানান, আইনুল শেখ ও আকতারা কুখ্যাত মাদক দ্রব্য হেরোইন ব্যবসায়ী । প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে হেরোইন ব্যবসা চালিয়ে আসছে। এতে এলাকার যুব সমাজ মাদক হেরোইন সেবন করে ধ্বংসের দিকে ধাবিত হচেছ। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানা হাজুতে প্রেরন করা হয়।