ঠাকুরগাঁওয়ে ‘ডিউসেট’ এর সেমিনার আয়োজন
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ ঠাকুরগাঁও(ডিউসেট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ঠাকুরগাঁও শহরে একটি উচ্চশিক্ষা ও ভর্তিপরীক্ষা বিষয়ক সেমিনার আয়োজন করতে যাচ্ছে।
আগামী ৩ জুলাই ২০১৬ ঠাকুরগাও সরকারী বালক উচ্চ বিদ্যালয়য়ের অডিটোরিয়ামে বিকাল ২টা – ৫টা পর্যন্ত এই সেমিনার চলবে বলে জানান।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁরাও উপস্থিত থাকবেন বলে জানা যায়।
আয়োজকরা সাংবাদ আজকালকে জানান, ‘এই আয়োজনটি সম্পূর্ণ ফ্রি ও সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।’