সোনাতলায় মহিলাদের মাঝে সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নানের জায়নামাজ ও রোগীদের মাঝে পথ্য বিতরন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সকালে সোনাতলার পাকুলা ইউনিয়নের উত্তর করমজা গ্রামে মহিলাদের মাঝে ১০০ পিছ জায়নামাজ বিতরন করেছেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের পতœী সাহাদারা মান্নান শিল্পী। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাকুলা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামসুল হক মাস্টার, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, শহিদুল ইসলাম,মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা,কুহেলী চক্রবর্তী,পাপিয়া আকতার,যুবলীগ নেতা ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু, রেজাউল করিম,ছাত্রলীগ নেতা রতন,সুজন প্রমূখ। পরে সংসদ সদস্য পতœী সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন ও তাদের মাঝে পথ্য এবং নগদ অর্থ বিতরন করেন।