মহাস্থান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:11 PM, 31 October 2015

 

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারীঃ গতকাল বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে মহাস্থান মরহুম আলেয়া জলিল বালিকা হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মহাস্থান মরহুম আলেয়া জলিল বালিকা হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুল জলিল কর্তৃক সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী রহেদুল ইসলাম, শিবগঞ্জ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,মাদ্রাসার মোতামীম হাফেজ মোঃ ইদ্রিস আলী, শরিফুল ইসলাম আজাদ, হাফেজা আমেনা খাতুন, মোছাঃ মরিয়ম আক্তার, কারিমা আক্তার, মাদ্রাসার ছাত্রীবৃন্দ। মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সিনিয়র সহ সভাপতি শমশের নূর খোকন, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, ধর্মীয় সম্পাদাক ফজলুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানাউল হক সানা, আকাশ, আমিনুল ইসলাম, এস আই সুমন, শাফায়াত সজল প্রমুখ।

আপনার মতামত লিখুন :