১ মে–র পর আই পি এল ম্যাচ হবে না
শুধু ১ মে–র আই পি এল ম্যাচই পুণেতে হবে। এর পর মহারাষ্ট্রে আর কোনও আই পি এল ম্যাচ হবে না। ক্ষেত্রে বম্বে হাইকোর্টের রায়ই বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রে যে ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল, তা খরা নেই এমন রাজ্যে সরানো হোক। আই পি এল ম্যাচের পিচ তৈরির জন্য প্রতিদিন ৬০ হাজার লিটার জল খরচ হয়। তাই খরা–পীড়িত মহারাষ্ট্র থেকে ম্যাচ অন্য রাজ্যে সরানোর নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। বি সি সি আই–কে ধমক দিয়ে বলেছিল, মানুষের থেকে আই পি এল ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আই পি এল–এর আয়োজক এবং বিভিন্ন ক্রিকেট সংস্থা।