বাংলাদেশ এক্্রট্রা মোহরারদের স্কেল ভুক্ত ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিষদের দাবীতে সোনাতলা শাখার কলম বিরতি পালন
সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ এক্্রট্রা মোহরার (নকল নবিস) এসাসিয়েশনের বগুড়া সোনাতলা উপজেলা শাখার আয়োজনে গত২৪-২৮এপ্রিল পযর্ন্ত কেন্দ্রর কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি রাখার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে সোনাতলা দলিল লেখক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশএক্্রট্রা মোহরার (নবিস )এসোসিয়েশনে সোনাতলা উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ,অন্যন্যদের মধ্যে নবিস সোনাতলার শাখার সাধারন সম্পাদক নরুল ইসলাম,হোসনে আরা,যুগ্ম সম্পাদক ও সংগ্রামী কমিটির আহবায়ক মাসুদ রানা,সদস্য জাহানারা,লিলুফা,গুলনাহার,ফেরদাউস,আবু সাইদ,সুমি ,সালেমা,সৃতি,শিরিন,আব্দুস সামাদ প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন অবিলম্বে তাদেও ১২ মাসের বকেয়া পরিষদ সহ নারী এক্রট্রা মোহরারদের পারিশ্রমিকে মাতৃকালীন ছুটি, চাকুরী পে স্কেল ভুক্ত চিকিৎসা ভাতা,বাড়ি ভাড়া,মহার্ঘ ভাতা সহ সরকারী যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের ব্যাবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।