সোনাতলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার এলাকাবাসীর অভিযোগ কৃষকের স্ত্রী গলা টিপে মেরেছে
সংবাদ আজকালঃ সোনাতলায় উপজেলার দিগদাইড় উত্তর পাড়া গ্রামের ধলু মিয়া (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ৷ এ ঘটনার পর গ্রামবাসী তার স্ত্রী মরিয়ম বেগমকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছে । গ্রামবাসীর অভিযোগ, ওই কৃষকের স্ত্রী মরিয়ম বেগম পরকীয়ার বাধা দেওয়ায় সে তার স্বামীকে গলা টিপে হত্যা করেছে ৷
জানাযায়, উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে মরিয়ম বেগম (৩৮) কে ২১/২২ বছর পূর্বে বিয়ে করে ধলু মিয়া ৷ বিয়ের পর তাদের দুটিসন্তান হয়।
আজ দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী –স্ত্রীর মধ্যে বাক বিতন্ডা হয় ৷ এঘটনার পর দুপুরে এলাকাবাসী ধলু মিয়ার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ৷ পরে এলাকাবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী মরিয়মকে গাছের সাথে বেধে রাখে।