কাগইল ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হান্নানের নির্বাচনী শোডাউন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:54 PM, 18 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল গাবতলীর কাগইল ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হান্নানের(টিউবওয়েল)মার্কায় বিশাল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়। শোডাউনে উপস্থিত ছিলেন সমাজসেবক সাজাহান আলী,রফিকুল ইসলাম,আনু মিয়া,মহিদুল ইসলাম,সাইফুল ইসলাম,বাবলু মিয়া,খোরশেদ আলম,বাচ্চু মুন্সি,বেলাল হোসেন,আমজাদ হোসেন,শফিকুল ইসলাম,বাবু মিয়া,খালেক ব্যাপারী,অফিসার রহমান,সাবু মিয়াসহ ওয়ার্ডে হাজারো ভোটার সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :