কাগইল ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ছিদ্দিকের গনসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:16 PM, 14 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে গাবতলীর কাগইল ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিদ্দিকুর রহমান গতকাল হিন্দুপাড়ায় ভোটার ও জনসাধারনের সাথে মোরগ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় অবঃ শিক্ষক বাবু নিকুঞ্জ বিহারী দেব, নারায়ন দত্ত, ব্যবসায়ী বিমল চন্দ্র সাহা,নুর আলম,কোকিল চন্দ্র, রতন কুমার,পরিমল চন্দ্র,সুকুমার সাহা উপস্থিত।

আপনার মতামত লিখুন :