রাকাব বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের মূল্যায়ন সভা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের পারফরমেন্স মূল্যায়ন সভা-১৬ গতকাল বগুড়া জলেশ্বরীতলায় হোটেল লুক এ্যাট মি-তে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহ্মদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান। অনুষ্ঠানে বগুড়্ াউত্তর জোনের জোনাল ব্যবস্থাপক সুধাংশু কুমার হালদার, দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক তালেব আলী, বিদায়ী জোনাল ব্যবস্থাপক খোরশেদ আলম, বগুড়া কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক সামছুল হকসহ ৩৫টি শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সরকারের আন্তরিকতায় নতুন পে-স্কেলে সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। তাই সরকারী ব্যাংক হিসাবে জনগনকে অধিক সেবা দিতে হবে। ব্যাংক পরিচালনায় সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। পে-স্কেল বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় আয় বৃদ্ধিতে সকলকে সচেষ্ঠ হতে বলেন। স্কুল ব্যাংকিং এ রাকাব, প্রথম স্থান অধিকার করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।