সোনাতলায় ৬ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সোনাতলার ৬ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রার্থীতা যাঁচাই-বাছাইয়ের দিনে ৬ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা কেউ যাঁচাই-বাছাইয়ে বাদ পড়েননি। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর জানিয়েছেন, ৬ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর প্রদত্ব নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রে ভুল থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ।