সোনাতলায় দিন-দুপুরে রাস্তা থেকে গাছ কর্তন
বগুড়া সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাট করমজা কুড়াডাঙ্গা সড়কের মুক্তি সেবা সংস্থা সংলগ্ন রাস্তা থেকে দুটি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, একই এলাকার পূর্ব করমজা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে দুলু মিয়া সহ তিন চার জন মিলে দিন দুপুরে রাস্তার পাশ থেকে গত সোমবার দুপুরে দুটি বড় তালগাছ কর্তন করে বিক্রির চেষ্টা করেছে।
এদিকে তালগাছ কর্তন করায় হাট করমজা এলাকার আফজাল হোসেনের ছেলে হাবিবুল্লাহ্ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন, বর্তমান সরকার যখন সারাদেশে বর্জ্য নির্ধারক হিসেবে তাল গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন- এসময় এসে সরকারী জায়গা থেকে তালগাছ কর্তন করে দেশ ও জাতির সিমাহীর ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করেন।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি, এলজিইডির সার্ভের কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।