লাহিড়ীপাড়ায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী বিপুর নির্বচনী প্রস্ততি সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:54 PM, 29 February 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল সন্ধায় বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নের সম্ভাব্য আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদ-প্রার্থী আজহারুল হান্নান রিপু ৯নং ওয়ার্ডের ভোটারদের সাথে নির্বাচনী প্রস্ততি সভায় মতবিনিময় করেন। সমাজসেবক দৌলতুজ্জামান দুলুর সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম মহুরী,আপেল মাহমুদ, সাজুমিয়া, নান্টু মিয়া, খোরশেদ আল, পিন্টু মিয়া,আব্দুস ছামাদ,হাফিজার রহমান,নুরুল ইসলাম প্রমুখ। বক্তাগন সরকারের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে রিপুকে আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার আহবান জানান।

আপনার মতামত লিখুন :