মহান বিজয় দিবস উপলক্ষে কুমারখালীতে বিএনপির উদ্যেগে বিজয় ৱ্যালি ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ
মেহেদী রুমী কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় র্যালী, উপজেলা গণ কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে তরুন মোড় থেকে ৱ্যালি করে এসে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা
বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম-
আহবায়ক আবুল কালাম আজাদ, খন্দকার আতিকুজ্জামান আলমগীর, ওহিদুল ইসলাম সাবু, অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, মোঃ আমিরুল ইসলাম, মহম্মদ আলী, ফরহাদ হোসেন, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ,কুমারখালী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মোস্তফা, যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান বিশ্বাস লালু, রবিউল ইসলাম, মাহমাদুল হাসান বাবু, ফারুক হোসেন রানা, মোঃ আজিম উদ্দিন,
রফিকুল আলম, সাবিত বিন তৈয়ব উৎপল, রফিকুল ইসলাম মোল্লা , নাসির হোসেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
রোকনুজ্জামান রাসেল, ছাত্রদলের নেতা সাগির কৌরাশি, সজল।
পুষ্পস্তবক শেষে শহীদের স্মরনে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সৈয়দ
মেহেদী আহমেদ রুমী বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা অর্জন হয়নি। তাই সংগ্রামের মধ্য দিয়ে আবারো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এবং দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ । যাদের ত্যাগের বিনিময়ে
স্বাধীনতা এসেছে, তাদের শ্রদ্ধা জানাই।
আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে। আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না।