বগুড়ায় নবান্ন উৎসবে মাতলো আমরা ক’জন শিল্পীগোষ্ঠী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:59 AM, 18 November 2021

রায়হানুল ইসলাম, বগুড়া : ১৬ নভেম্বর মঙ্গলবার জাতীয় নবান্ন উৎসব উপলক্ষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে বিকেল ৪টায় মালতিনগরস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে (পুরাতন ভবন) নবান্ন উৎসবে মাতলো আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ।

 

এউপলক্ষে “কাটি ধান আয়রে” নৃত্যালেখ্য পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। নবান্নের হরেক রকমের খাবার সংগঠনের সদস্যদের মুখে তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা, দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিশুদের মমন মেধা বিকাশ জাগ্রত করার লক্ষে বাংলার আদি উৎসব গুলো সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জানানো উচিত।

 

সংগঠনের সভাপতি আব্দুল মোবিন-এর সভাপতিত্বে নবান্ন কথনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজ-এর ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সংগঠনের সম্মানিত সদস্য সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ-এর বাংলা বিভাগের সহকারি অধ্যাপক লতা পারভীন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস, সংগঠনের সম্মানিত তানজিনা সেলিম প্রমুখ।

সম্মানিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি মাহাবুব হাসান সোহাগ-এর নৃত্য পরিচালনায় লোকজ নৃত্য পরিবেশন করে সংগঠনের শিল্পী মাহাবুব হাসান সোহাগ, আশিকুজ্জামান রিপন, রায়হানুল ইসলাম, নেহা, আখি, সায়েরী প্রমুখ ।

 

অনুষ্ঠানে বগুড়ার আঞ্চলিক ভাষার গান ‘ চার সতীনের কিচসা’ হাস্যরসেভরা মোড়রের পরিবারে দুষ্টমিষ্ট চার সতীনের ঝগড়াঝাটি নিয়ে পরিবেশন করেন, রায়হানুল ইসলাম,  নেহা, আখি, সায়েরী ও রাইয়ানা। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে আগত সকল অতিথিবৃন্দ, শিল্পী ও অভিভাবকদের মাঝে নবান্নের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নাট্যকলা বিভাগের ছাত্রী তাসনীম ত্রয়ী।

আপনার মতামত লিখুন :