গাবতলীর কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মাদ আলী’র কুলখানি অনুষ্ঠিত
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাগইল নায়েব উলা সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলীর কুলখানি উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়ী হিজলী গ্রামে মিলাদ মাহফিল ও দোওয়া অনুষ্ঠিত হয়। দোওয়া মাহফিলে অংশ নেন বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, এ সময় মরহুমের ভাই আবু মুছা মোল্বা, আজমল হোসেন শীষ, আব্দুলাহেল কাফী দুলাল, বিএনপি নেতা এনামুল হক নতুন,একেএম আকতারুজ্জাম,মোর্শেদ আল আমিন লেমন,হযরত আলী,সমাজসেবক আগানিহাল বিন জলিল তপন,আব্দুর রশিদ মোল্বা, মাহফুজুল হক সুইট,আলহাজ্ব মাওলানা ইউনুস আলী, মাওঃ রাফিউল ইসলাম,মাওঃ আব্দুস ছামাদ,মাওলানা সামছুল আলম, মাওঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ,সাংবাদিক আল আমিন, আতাউর রহমান,এমদাদুল হকসহ স্ত্রী কন্যা নাতী নাতনী,বন্ধু-বান্ধব, আতœীয় স্বজনসহ ধর্মপ্রাণ মুসলীবৃন্দ ।