গাবতলীর দুর্গাহাটা ডিগ্রি কলেজে বকুল ফুলসহ বিভিন্ন চারা রোপন
গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার ১৬ ফেব্র“য়ারী বগুড়ার গাবতলী দুর্গাহাটা ডিগ্রি কলেজে বকুল ফুলসহ বিভিন্ন প্রকার চারা রোপন করেন অত্র কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আহসান হাবিব। এ সময় কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন, উপাধাক্ষ ফজলুল বারী নয়ন, শিক্ষক শহীদুল হক, নজরুল ইসলাম, প্রধান সহকারী আব্দুল জলিল, অফিস সহকারী শাহাদৎ হোসেন, বিএনপিনেতা দুর্গাহাটা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম লিটন, কলেজ কমিটির সদস্য তোজাম্মেল হোসেন, মোজাম্মেল হোসেন, হামিদুল হকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও ইউএনও অফিস সহকারী বিজল কুমার দাস উপস্থিত ছিলেন।