ব্যাটারী চালিত তিন চাকার পরিবহন ধর্মঘট পালিত
অটোরিক্সা- ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের আহবায়ক কবির হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই এক যুক্ত বিবৃতিতে বলেন- বগুড়া পৌরসভা থেকে অটোরিক্সা – ভ্যান- ইজিবাইক এর ট্রেড লাইসেন্স প্রদান , অটোরিক্সা ভাংচুর, শ্রমিকদের শারীরিক- মানসিক নির্যাতন- হয়রানি বন্ধ, রাস্তায় প্রাইভেটকার, মোটরসাইকেল সহ গাড়ি পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা সহ ৫ দফা দবিতে বগুড়া পৌর এলাকায় আজ দিনব্যাপী ব্যাটারী চালিত তিন চাকার পরিবহন বন্ধ করে ধর্মঘট পালন করায় শ্রমিক ও মালিকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
আগামি এক মাসের মধ্যে দাবি না মানলে নব- নির্বাচিত পৌর মেয়র কে তার ১০তম কর্মদিবসে স্মারকলিপি পেশ এর কর্মসূচি ঘোষণা করেন। তারপরও যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে পৌরসভা ঘেরাও করার মতো কর্মসূচি দিবেন বলে ঘোষণা দেন । সংগ্রাম পরিষদের ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করা সহ সার্বিক সহযোগিতা করার জন্য শ্রমিক, মালিক সহ সর্বস্তরের জনগণকে আহবান জানান।