বগুড়া সোনাতলা পাকুল্লা শাহবাজপুর কেন্দ্রীয় বাইতুর মামুর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দু পক্ষের সংঘর্ষ
আজকাল ডেস্কঃ বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে শাহবাজপুর পুরাতন কেন্দ্রীয় বাইতুর মামুর জামে মসজিদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায়, নতুন কমিটি গঠন নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৬জন সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন ২ জন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে। বাঁকী ২জন অন্যত্র চিকিৎসাধীন বলে জানাযায়।
ঘটানাস্থলের প্রেক্ষিতে জানাযায়, ওই মসজিদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায়, কমিটির সভাপতি, সেক্রেটারি পরিবর্তন করা নিয়ে উভয় পক্ষের মত বিরোধ চলে আসছিলো। শুক্রবার জুম্মা নামাজ শেষে এ নিয়ে তাদের মধ্যে আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের আহতরা হলেন ওই গ্রামের আব্দুল মজিদ প্রাং এর ছেলে বাজীদ মিয়া(২৭) ও সাকিল মিয়া(২২), ইবাত আলী প্রাং এর ছেলে রফিকুল ইসলাম মিন্টু(৪৮), আব্দুর রশীদ(৫০), আব্দুল খালেক(৫৫), বিউটি বেগম(৪৩) আবু সাঈদের ছেলে আপেল মোল্লা(৩৫), বাবলু প্রাং এর ছেলে আতিকুর রহমান উজ্জল (৪২), ছামেদ আলী মোল্লার ছেলে সাইফুল মোল্লা(৪৫)।
সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।