ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা কমিটির উপদেষ্টা জয় মহন্ত অলক এর ওপর পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্ত করে প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে শহরের চৌরাস্তা ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন ১।দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে ২। তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলার দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে ৩। মামলা মিথ্যা প্রমাণিত হলে মামলা প্রত্যাহার করতে হবে ৪। বাদী সাক্ষীও সহযোগিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৫। বিবাদী জয় মহন্তের মিথ্যা মামলার হয়রানির কারণে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ৬। যতদিন পর্যন্ত দুটি মামলা নিষ্পত্তি হবে না ততদিন পর্যন্ত জয় মহন্তের পরিবারকে নিরাপত্তা দিতে হবে ৭। ঠাকুরগাঁও সদর থানায় জয় মহন্তের পরিবার মামলা দিতে গেলে মামলা গ্রহণ করেননি কেন? এই দাবি নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি টিংকু রায় , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরএম রিঙ্কু জেলা সাধারণ সম্পাদক ইউনুস আলী , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনুকূল রায় জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস,হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌড় হরি বর্মন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রায়হান হোসেন। শিক্ষার্থী ঐক্য পরিষদের সদর উপজেলা আহবায়ক শাকিল, শিক্ষার্থী ঐক্য পরিষদ 3 নং ইউনিয়ন কমিটির সভাপতি সজীব বর্মন, সাধারণ সম্পাদক রতন শর্মা ,নবীন আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সৈয়দ শিহাব, সেই সাথে মানববন্ধনে অংশগ্রহণ করেন বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে শিক্ষার্থীরা।
অবিলম্বে এ মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন পুলিশ সুপার মনিরুজ্জামান শিক্ষার্থীদের সুষ্ঠু তদন্তের আশ্বাস করেন।