ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ
আজকাল ডেক্সঃ ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ভারতের মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। আজ বুধবার মুম্বাইয়ের আলিবাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের কারণে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে মুম্বাইয়ের আশপাশের এলাকায়। ইতোমধ্যে, উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে দিনে ২৫টি ফ্লাইট ওঠানামা করলেও বুধবার শুধুমাত্র ১২টি প্লেন অবতরণ করবে বিমানবন্দরটিতে।
করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই বিপর্যস্ত মহারাষ্ট্র। রাজ্যটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। তার ওপর নতুন বিপদ নিয়ে এসেছে ঘূর্ণিঝড় নিসর্গ।