বগুড়ার শিবগঞ্জের বিহার সংসারদিঘীতে আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামের খাদ্য সামগ্রী বিতরণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
নোভেল করোনা ভাইরাস রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘরে থেকে নিজেদের সুরক্ষা রাখতে যেসব শ্রমজীবী মানুষের ঘরে খাবার নেই, সেসব পরিবারে সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা করছেন সরকারের অনেক দলীয় নেতা কর্মীরা।
এরই ধারাবাহিকতায় রবিবার, (১২এপ্রিল) আওয়ামীলীগ নেতা, সাইফুল ইসলাম এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রায় ৪৫০ জন কর্মহীন দিনমুজুর, রিক্সা চালক, লেবার শ্রমিক, হোটেল শ্রমিক অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু বলেন, সরকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এই দুর্যোগ মুহুর্তে করোনা ভাইরাস প্রতিরোধ মোকাবেলায় সরকারের পাশা-পাশি আমি নিজেকেও এই উপজেলায় অনেক এলাকায় খাদ্যসামগ্রী সহায়তা করছি। আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে যাবেন না। সব সময় পরিস্কার পরিছন্নতা থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, বিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম,তিনি সাধারন জনগনের উদ্দেশ্য বলেন,আপনারা সরকারী নির্দেশ মেনে ঘরে থাকুন,নিরাপদে থাকুন, জনপ্রতিনিধি সহ সরকার আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ।
আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, রতন মিয়া, আবু রায়হান, আব্দুর রহিম, ওমর ফারুক (রনি), আব্দুল মজিদ, আকাশ , খাইরুল ইসলাম, তজমল হোসেন, হারুন অর রশিদ, তছলিম উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমূখ।