সোনাতলা প্রেসক্লাবে চুরি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:13 AM, 28 November 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার রাতে সোনাতলা প্রেসক্লাবে চুরি সংগঠিত হয়েছে। উপজেলা পরিষদের অত্যন্ত সন্নিকটে উপজেলা পরিষদ রোডে জনৈক বুলুর ভাড়াকৃত বাসার দোতলায় এ চুরি সংগঠিত হয়। চোরেরা প্রেসক্লাব কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৮ টি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। পরদিন সকালে প্রেসক্লাব কার্যালয়ে বিশেষ প্রয়োজনে সাংবাদিক নেতৃবৃন্দ প্রবেশ করতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, চোর শনাক্তে চেষ্টা চলছে। চুরি রোধে তৎপরতা আরো বৃদ্ধি করা হবে।

আপনার মতামত লিখুন :