সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু সরকারী সফরে বিদেশ গমণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:26 PM, 25 August 2019

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নে সারা দেশের মধ্যে মেয়র সহ বিভিন্ন দপ্তরের ৩২জন কর্মকর্তার বজ্র ব্যবস্থাপনা প্রশিক্ষনের উপর অর্ন্তজাতিক আরবান প্রশিক্ষন কেন্দ্র (আইইউটিসি) দঃকরিয়া এবং পেশাদার
প্রশিক্ষন ও পরিচালনা ইনস্টিটিউট থাইল্যান্ডে ১৫দিনের সফরে বগুড়া জেলার একমাত্র অংশগ্রহন কারী হিসেবে সোনাতলা পৌর মেয়র ও সংবাদ আজকাল, আজকাল টিভি’র চেয়ারম্যান আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম নান্নু গত ২৪ তারিখ দেশ ত্যাগ করেছেন।

যাওয়ার সময় তিনি বন্ধু/বান্ধব আত্মীয় স্বজন, শুভাকাংখিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় না পাওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি সবার মঙ্গল কামনা করে দোয়া চেয়েছেন।

অন্যদিকে সারাদেশের মধ্যে মাত্র ২৬ জন মেয়র এই সফরে নির্বাচিত হয়। এই প্রথম বাংলাদেশ সরকারের উদ্দ্যেগে কোনো প্রশিক্ষনে বগুড়া জেলার মধ্যে একমাত্র সোনাতলা পৌর মেয়র আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম নান্নু কে মনোনীত করায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ,অনলাইন পত্রিকা সংবাদ আজকাল ও আজকাল টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিনুর ইসলাম, নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ হিরা, বার্তা প্রধান মিনহাজুল বারী, আজকাল টিভির মিডিয়া প্রধান শাহীন
জামান। সেই সাথে সরকারী এই সফরের শেষ করে সফল হয়ে সুস্থ্যভাবে আল­াহ্ধসঢ়;তায়ালা তাকে আবার দেশে
ফিরে আনুক সোনাতলা পৌরবাসীর কাছে এই দোয়া চেয়েছেন ।

আপনার মতামত লিখুন :