সোনাতলায় ৭ টি চোরাই গরুসহ দুই চোর আটক
স্টাফ রির্পোটারঃদিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়নের ইটখুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার চুরি হওয়া ৭টি গরু সোনাতলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর এলাকার চেয়ারম্যান বাড়ির বাঁশঝাড় থেকে ওই ৭টি গরু উদ্ধার করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের টুকু মিয়ার ছেলে লিটন (২৩)-কে গ্রেফতার করারপর তার স্বীকারোক্তিতে গরু চুরির দায়ে বুধবার দুপুরে সদর ইউনিয়নের চেয়ারম্যান পুত্র মেহেরুল ইসলাম সজল (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ ।
এব্যাপারে সোনাতলা থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আঃ জোব্বারের ছেলে আলতাফের ২টি গাভী,রনজয়পুর গ্রামের আঃ রহমানের পুত্র জাহাঙ্গীর আলমের ২টি গাভী ও ১টি বাছুর, রনজয়পুর দীঘিরবিল গ্রামের সমশেরের পুত্র সরোয়ারের ১টি গাভী ও ১টি বাছুর চুরি হয়। এরপর তারা নবাবগঞ্জ থানায় ১টি জিডি করেন। এরই প্রেক্ষিতে শিবগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়।