সোনাতলায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:31 PM, 06 September 2024

সংবাদ আজকাল ডেক্সঃ
বগুড়া সোনাতলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন গনমাধ্যামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। ০৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার গড়ফতেপুরস্থ ফাতেমা কল্যান ট্রাস্টা মিলনায়তনে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বগুড়া জেলা মিডিয়া বিভাগের সভাপতি অধ্যাপক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সোনাতলা উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল করিম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দ্যেশে তার বক্তব্যে বলেন, সাংবাদিক হলো জাতির দর্পন। বিগত সময়ের ফ্যাসিবাদ হাসিনা সরকাররের শাসনামলে সাংবাদিকদের কুলোশিত করে রাখা হয়েছিলো। সত্য প্রকাশে সাংবাদিকদের কোনো স্বাধীনতা ছিলো না। গত ৫ই আগষ্ট হাসিনার সরকারের পতন হওয়ার পর সাংবাদিকরা আবারও মুক্তস্বাধীনতা ফিরে পেয়েছে। বিগত সময়ে যে সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিলো তা অবিলম্বে চালু করার দাবীও জানান তিনি। একই সাথে সাংবাদিকদের একত্রিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান।
অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামের সোনাতলা উপজেলা শাখার সেক্রেটারী প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন, সম্পাদক লতিফুল ইসলাম, সাংবাদিক মোশারফ হোসেন মজনু, জাহিনুর ইসলাম, বদিউজ্জামান মুকুল, মিনাজুল ইসলাম সহ অনেকে। এসময় সোনাতলা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :