সোনাতলায় রেলওয়ে জায়গায় দোকানের সীমানা নিয়ে মারপিট আহত ২
সংবাদ আজকাল ডেক্সঃ শনিবার বিকেলে সোনাতলা রেলগেট এলাকায় রেলওয়ে জায়গায় দোকানের সীমানায় খুটি বসানো নিয়ে মারপিটে ২জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায়, রেলগেট এলাকার মৃত বাবলুর ছেলে মানিক মিয়া রেলওয়ের জায়গায় দীর্ঘদিন থেকে চায়ের দোকান করে আসছে। দোকান ঘর সংস্কার করার জন্য মিস্ত্রী লাগায়, মিস্ত্রী সীমানার ঘুটি বসাতে গেলে একই এলাকার মৃত চান মিয়ার ছেলে আব্দুল জোব্বার (চায়ের দোকান দার) মিস্ত্রীকে গালাগালি ও কাজে বাধা প্রদান করে। পার্শে থাকা আগুনিয়াতাইড় গ্রামের আনারুল ইসলামের ছেলে মোমিন মিয়া ওই চায়ের দোকান দার জোব্বারকে বলে মিস্ত্রীকে গালি না দিয়ে দোকান মালিক এর সাথে কথা বলেন, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে জোব্বারের হাতে থাকা লাঠির আঘাতে আনারুলের ছেলে মোমিন(২২), মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়,তখনও তাকে জোব্বারের পরিবারের লোকজন মারধর করতে থাকে বলে এলাকাবাসী জানায়,এসময় মোমিনের মা ও ছোট ভাই শামীম এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করে। এতে মোমীনের ছোট ভাই শামিম আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা অবদি সোনাতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে জোব্বার জানায় ,ঘটনায় সে ও তার ছেলেও কিলঘুসির শিকার হয়েছেন। তবে তিনি স্বীকার করে বলেন ,আমি মোমীনকে একটি থাপ্প্র মেরেছি,মাথা ফাটলো কি করে তা জানিনা। অন্যদিকে বিষয়টি মিমাংসার চেষ্ঠা চলছিল।