সোনাতলায় পল্লী বিদ্যুত লাইনম্যান জাকিরের উপর হামলায় দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:53 PM, 01 July 2024

জাহিনুর ইসলাম, বগুড়াঃ
বগুড়ায় সোনাতলায় বিদ্যুত লাইনম্যানদের কর্মবিরত অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যুত বিল বাকী থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় সোনাতলা পল্লী বিদ্যুত সিমিতি-২ এর লাইন শ্রমিক জাকির হোসেন লাঞ্চিত হওয়ার ঘটনায় এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।

১জুলাই সোমবার সকালে সোনাতলা পল্লী বিদ্যুত জোনাল অফিসে লাইনম্যান নায়েব আলী নেত্রীত্বে এ কর্মবিরত অনুষ্ঠিত হয়। অফিসের নিচে অবস্থানরত অবস্থায় বক্তব্য রাখেন লাইনক্রু ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম ও ভুক্তভোগী জাকির হোসেন প্রমূখ। এসময় তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দলোনের হুশিয়ারীদেন।

জানাযায়, গত ২৭ জুন দুপুরে উপজেলার গড়ফতেপুর এলাকার সালেক উদ্দীন@সালেক সোলার হিসাব নাম্বার- ৮৪২১০০৩ এর বকেয়া আদায়ের লক্ষে গেলে অভিযুক্তগ্রাহক সালেক উদ্দীন ও তার ভাই তাহের লোকজন নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় হাতে থাকা ঘড়ি সহ নগদ ৩৪ হাজার ৭০৬টাকা ছিনিয়ে নেয়। পরে বিদ্যুত অফিসকর্মী প্রশাসনের সহায়তায় উদ্ধার হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
এবিষয়ে সোনাতলা পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) উত্তম কুমার সাহা জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানাচ্ছি।

এঘটনায় গত ২৯ জুন বগুড়া পল্লী বিদ্যুত সমিতির সিনিয়ার জেনারেল ম্যানাজার, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি জেনারেল ম্যানাজার, সহকারী জেনারেল ম্যানাজার (প্রশাসন) কে লিখিত স্বরকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :