সোনাতলায় জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:48 AM, 11 April 2019

আব্দুর রাজ্জাক ষ্টাফ রির্পোটারঃ
বগুড়া জেলা পুলিশের উদ্যোগে বুধবার সকাল ১০টায় সোনাতলায় থানা চত্বরে কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এএসআই শাহিন ও শাহানাজ এর সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এ.এস.পি ড. মোছাঃ হেলেনা খাতুন। তিনি মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধসহ অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা সদর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী তৈয়ব শামীম,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার জৈন,উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, ওসি তদন্ত জাহিদ হোসেন, সোনাতলা পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার দারাসহ থানার অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :