সোনাতলায় গ্রামীন ব্যাংক এর উদ্দ্যেগে বন্যা পরবর্তী গবাদী পশুর টিকা দান কর্মসূচী উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:17 PM, 28 August 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা শাখা গ্রামীন ব্যাংক এরিয়া অফিসের উদ্দেগ্যে বন্যা পরবর্তী গবাদী পশুর টিকা দান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৭টায় সোনাতলা শেখ রাছেল মিনি স্টেডিয়াম মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন ভার প্রাপ্ত পৌর মেয়র তাহের”ল ইসলাম তাহের, গ্রামীন ব্যাংক সোনাতলা শাখা এরিয়া অফিসার দুরুল হোদা, ব্রাঞ্চ ম্যানাজার হুমায়ন কবীর, উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শাহজাহান
আলী, আব্দুর রহমান।

সোনাতলা শাখা গ্রামীন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার হুমায়ন কবীর জানায়, বন্যা পরবর্তীতে গ্রামীন
ব্যাংকের সুবিধা ভুগী সকল সদস্যদের গবাদী পশু খুরা রোগ হইতে নিরাপদ থাকার জন্য এ টিকাদান কর্মসূচী গ্রহন করা হয়েছে। এটি উপজেলা সব এলাকার এলাকায় দেওয়া হবে। পৌর এলাকায় উদ্বোধনী দিনে প্রায় ২ শতটির অধিক গর” ছাগলকে এ টিকা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :