সোনাতলার রাধাকান্তপুরে পূর্ব শত্র“তার জেরে মারপিট ও বসতবাড়ীতে হামলাঃ আহত ১

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 13 July 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার পাকুল­া ইউনিয়নের রাধাকান্তপুরে পূর্ব শত্র“তার জের ধরে মারপিট, বসতবাড়ীতে হামলা , অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছে ওই গ্রামের আমজাদ হোসেন মোল­াার স্ত্রী আরেফা বেগম । বর্তমানে সে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানায় এজাহার প্রদান করেছে আরেফা বেগম। এজাহারসূত্রে জানা যায়, বুধবার সকালে জমিজমা নিয়ে পূর্ব শত্র“তার জের ধরে রাধাকান্তপুর গ্রামের আফছার আলী মোল­ার পুত্র নান্নু মোল­া ও পুটু মোল­ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আরেফা বেগমের বাড়ীতে অতর্কিতে হামলা করে ও মারপিট করে।তারা বাড়ীতে প্রবেশ করে বসতবাড়ীর গাছপালা কেটে ফেলে ,শয়নঘরের বেড়া ও আসবাবপত্র ভাংচুর করে। সংঘবদ্ধ দলটি বাড়ীর ভিতরে গিয়ে ব্যাপক লুটপাট চালায়। এক পর্যায়ে তারা রান্না ঘরে থাকা পাটখড়িতে আগুন দিয়ে হত্যার হুমকী দিয়ে চলে যায়। এতে করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উলে­খ করা হয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব জানান, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :