সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার(০৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রীঃ) রাত ০৯.৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া সীকার মাঠপাড়া গ্রামস্থ সিরাজগঞ্জ টু রাজশাহী গামী মহাসড়ক সংলগ্ন মামা-ভাগ্নে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস নং- ঢাকা মেট্রোব-১৫-৫২০৭ তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে ০১টি বাসের টিকিট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোŦ আŦ সোবহান(৩০),পিতা- মোŦ আব্দুল গণি সরকার, সাং-মোয়াজ্জেমপুর,থানা-হাইমচর, জেলা-চাঁদপুর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(খ)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।