সারিয়াকান্দিতে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার সারিয়াকান্দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক দেশ ব্যাপি নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এবং জোটের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিকাল তিনটায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরির সামনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মি, বিভিন্ন পেশাজিবি নারী পুরুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পথচারিদের সমন্বয়ে সারিবদ্ধ ভাবে রাস্তায় দারিয়ে এই মানববন্ধন প্রদর্শন করেন। দেশ ব্যাপি নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন রত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, ওই সংগঠনের সাংস্কৃতিক সেবি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী আজগর, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি অরুনাংশু কুমার সাহা, যমুনা থিয়েটার এর সভাপতি খায়রুল আলম, সদস্য নন্দ দুলাল সাহা, আব্দুল গফুর মাষ্টার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড ফুলবাড়ি ইউনিয়ন শাখার সাংস্কৃতিক কর্মি তহসিন আলী, ডাক্তার সিরাজুল ইসলাম সহ অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের প্রতিটা ক্ষেত্রে নারীরা নির্যাতিত। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা,বাস-ট্রেন, রাস্তা ঘাট, এমনকি নিজের পরিবারেও নারীরা নির্যাতন থেকে রেহায় পায়না।একজন নারী তার শাশুরি ননদ কর্তৃক আবার বউমা কর্তৃক শাশুরি ননদ সহ পরিবারের অন্য সদস্যরাও নির্যাতিত। নির্যাতনকারী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হউক। বক্তারা আরোও বলেন, যেখানেই নারী নির্যাতন সেইখানেই প্রতিবাদ, যেখানেই নারী নির্যাতনের অসম বিচার কার্য সম্পন্ন সেইখানেই প্রতিবাদ।