শীতে ত্বকের যত্নে মেরিল গ্লিসারিন এবং মেরিল পেট্রোলিয়াম জেলি

সংবাদ আজকাল,ডেক্সঃ শীতে ত্বকের যত্নে মেরিল গ্লিসারিন এবং মেরিল পেট্রোলিয়াম জেলি শীতের দিনে শুধু বডি লোশন ব্যবহার করাই অনেক সময় যথেষ্ট নয়। কয়েকবার লোশন লাগানোর পরও ত্বকের শুষ্কতা যায় না। এই সময়ে প্রয়োজন হয় আরো অধিক ময়েশ্চারের। এই জন্য ব্যবহার করা যেতে পারে গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি। অনেকেই এই জন্য বিদেশি প্রসাধনী ব্যবহার করেন কিন্তু দেশেই পেতে পারেন মান সম্মত গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি।
ব্যবহারবিধিঃ
প্রতিবার ৬০% গ্লিসারিন এবং ৪০% পানি মিশিয়ে ব্যবহার করুন।
সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে গোসলের পর সাড়া শরীরে, বিশেষ করে হাত, পা, হাঁটু, কনুই এবং পায়ের পাতায় গ্লিসারিন মাখুন। তবে শরীরের স্পর্শকাতর স্থানে এটি লাগানো উচিৎ নয়।
আমাদের এক্সপার্টের টিপসঃ
• গ্লিসারিন ব্যবহার করে ঘরেই তৈরি করা যায় লোশন। ২:১ অনুপাতে গোলাপ জল এবং গ্লিসারিন মিশিয়ে ঘরেই তৈরি করতে পারেন বডি লোশন।
• পায়ের ফাটা রাতারাতি ঠিক করতে সমপরিমাণ গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি মিশিয়ে পায়ের পাতায় ভালো করে লাগিয়ে, এক জোড়া নরম সুতির মোজা পড়ে ঘুমাতে যান। সকালে দেখবেন পায়ের ফেটে যাওয়া অনেকখানি কমে এসেছে।
• ঠোঁটের ফাটা দূর করতে ঠোঁটে অনেকে গ্লিসারিন ব্যবহার করে। কিন্তু গ্লিসারিন কিছুটা তরল প্রকৃতির। তাই ঠোঁটের শুষ্কতা দূর করতে পেট্রোলিয়াম জেলিই বেশি উপকারী।
• সরাসরি গ্লিসারিন ত্বকে ব্যবহার করা উচিৎ নয়। এটি অনেক ঘন, এর সাথে সামান্য পানি/ গোলাপ জল বা বডি লোশন মিশিয়ে ব্যবহার করা উচিৎ।
• শীতের দিনেও সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ। কিন্তু রেগুলার সানস্ক্রিন শীতের দিনগুলিতে ত্বককে আরো শুষ্ক করে ফেলতে পারে। তাই সানস্ক্রিনের সাথে সামান্য গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন।
• শীতের দিনগুলিতে প্রায়ই হাতের নখ এবং নখের চারপাশের চামড়া শুষ্ক হয়ে উঠে যায়। রাতে ঘুমানোর আগে সমপরিমাণ গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নখ এবং নখের চারপাশে লাগিয়ে ঘুমাতে যান। কয়েক রাত এভাবে যত্ন নিলে এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।
• ঠোঁটের যত্নে চ্যাপস্টিক থেকে পেট্রোলিয়াম জেলিই বেশি কাজে দেয় কারণ এতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে।
• মেরিল গ্লিসারিন গন্ধহীন, তাই যেকোনো ত্বক এমনকি সেনসিটিভ ত্বকের জন্যও উপযোগী।
• মেরিল পেট্রোলিয়াম জেলিতে মৃদু সুগন্ধযুক্ত।
• গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলিতে সহজে কারো কোন রিঅ্যাকশান হয় না। তবে কোন রকমের রিঅ্যাকশান হলে সাথে সাথে ব্যবহার বন্ধ করুন।
• হাতে না লাগিয়ে গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে চাইলে কটন বাড ব্যবহার করতে পারেন।
• হাঁটু এবং কনুইয়ের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে নারিকেল তেল হালকা গরম করে পেট্রোলিয়াম জেলির সাথে মিশিয়ে কনুই এবং হাঁটুতে লাগাতে পারেন।
রেটিংঃ মেরিল গ্লিসারিন ৪/৫, মেরিল পেট্রোলিয়াম জেলি ৪/৫