শিবগঞ্জ ভাসুবিহারে গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ভাসুবিহার চাঁনপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যেগে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার বিহার ইউনিয়নের ‘ভাসুবিহার চাঁনপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার’ উদ্যেগে প্রতিবছরের ন্যায় এবারও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিরতণ করা হয়।
১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে ভাসুবিহার চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিরতণ করেন বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এরশাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ভাসুবিহার চাঁনপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রশিদ শেখ, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, আশরাফুল ইসলাম, সদস্য পলাশ, ইমরান, মেহেদুল, রাশেদুল, রেজাউল, শাহীনুর প্রমূখ।