শিবগঞ্জে নৌকা ও মোটরসাইকেল মার্কার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত ১৫জন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:27 PM, 12 March 2019

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ইউপি পরিষদ ভাংচুর এবং দাড়িদহ বন্দরের দোকান ভাংচুরের ঘটনাও ঘটেছে। আতঙ্কে বন্দরে দোকান বন্ধ রেখেছে ব্যাবসায়িরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন।
থানা ও এলাকাবাসী জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা মার্কার আজিজুল হক ও মোটরসাইকেল মার্কার ফিরোজ আহম্মেদ রিজুর সমর্থকদের মধ্যে রবিবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দাড়িদহ বাজারে নৌকা মার্কার সমর্থক ও মোটর সাইকেল মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন নৌকা সমর্থক ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, সুজন, রেজভী, শিপন, আঃ রাজ্জাক, পিয়াস, শাহিনুর, শাকিল , বাবু এবং মোটর সাইকেল মার্কার সমর্থক উজ্জল,ফারুক, মন্টু, শিহাব উদ্দিন সহ ১৫ জন । ঘটনার জের ধরে সোমবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের সমর্থকরা আবারো সংঘর্ষে জড়ায় এ সময় নৌকা মার্কা সমর্থক সাহারুল, জিহাদ, মিলন, বিপ্লব ও মোটর সাইকেল মার্কার সমর্থক আবু তালেব, আঃ রাজ্জাক, ও মোকারমের দোকান ভাংচুর করা হয়। এসময় হামলাকারীরা ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। দুস্কৃতিকারীরা ইউপি উদ্যোক্তা মোঃ মানিক মিয়াকে মারপিট করে। বর্তমানে সে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আতঙ্কে সকাল থেকে দাড়িদহ বাজারের সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুর মটর সাইকেল মার্কায় সমর্থক সোহেল, রেজভী, আইনুলসহ চিহ্নিত গাছুয়া পাড়া গ্রামের লোকজন। তারা ইউপি পরিষদে হামলা চালিয়ে উদ্যোক্তার কার্যালয়ের কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লুটতারাজ চালায়, তারা এমনকি আমার অফিসের বিভিন্ন ছবি ভাংচুর করে। আমি এর সঠিক তদন্তের দাবী জানাচ্ছি। উক্ত অভিযোগ গুলো প্রতিপক্ষ অস্বীকার করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্দরে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :