শিবগঞ্জে দোপাড়া সরঃপ্রাঃবিদ্যালয়ের জাতীয় বিজয় দিবস উদযাপিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন আয়োজনে জাতীয় বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সোমবার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নব-নির্মিত শহীদ মিনারে প্রথম প্রহরে শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পন করে। পরে সকাল ১০টা হতে বিভিন্ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি, আটমূল ইউপির ৫নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল-ইমরান খন্দকার।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষিকা ও অস্ট্রেলিয়া প্রবাসী রাজিয়া সুলতানা, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সামছুল আলম প্রামানিক, ম্যানেজিং কমিটির সদস্য মোকলেছার রহমান, মেহেদুল ইসলাম। জাহেদুর রহমান জাহিদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, দোপাড়া গ্রামের একমাত্র মুক্তিযোদ্ধা মরহুম আবু সোবহানের পুত্র মুক্তার আলম সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সহযোগিতা করেন দোপাড়া অর্থ প্রগতি সমিতি।