শিবগঞ্জে কোভিড- ১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কোভিড-১৯ টিকাদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।গতকাল রবিবার সকালে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে সাস্থ্য বিভাগ আয়োজনে এ টিকাদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।পরে সাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা নির্বাহি অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। শিবগঞ্জ ইউ,এইচ, এফ,পি,ও তারক নাথ কুন্ডু। সার্কেল এসপি আরিফুল ইসলাম সিদ্দিকী।
পুলিশ পরিদর্শক তদন্ত হরিদাস মন্ডল। ইউ,এফ,পি,ও ফজলুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান তেফায়েল আহমেদ সাবু, সফি, সাস্থ্য বিভাগের দেলোয়ার হোসেন প্রমূখ। এসময় ডাঃ শামীমকে টিকাদান প্রদানের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।