শিক্ষার গুনগত মানোন্নয়নে সরকার বদ্ধ পরিকর -আব্দুল মান্নান এমপি
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, শিক্সিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুনগত মানোন্নয়নে সরকার বদ্ধ পরিকর। সরকার শিক্ষার উন্নয়নে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সারাদেশে একযোগে বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকারে পরিণত হয়েছে। তিনি সোনাতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গৃহীত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, সোনাতলার কোন শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকবেনা । সকল প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে। শনিবার সকালে সোনাতলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের শাহাদৎ জ্জামান একাডেমিক ভবনের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজ গভর্ণিং বডির সদস্য প্রফেসর রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, কলেজের অধ্যক্ষ মিনহাদুজ্জামান লীটন,সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান সামসুল হক মাস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পাকুলা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুঃস্থ মহিলাদের মাঝে ৭২ টি সেলাই মেশিন, ১৫ টি টিউবওয়েল ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬ টি কম্পিউটার প্রদান করা হয়। পরে প্রধান অতিথি সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আব্দুল মান্নান বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও সুধী সমাবেমে অংশ গ্রহন করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন,সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিনহাদুজ্জামান লীটন,সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করে সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল।